Advertisement

এখনও সিদ্ধান্ত হয়নি এইচএসসির ফল প্রকাশ ও মূল্যায়ন নিয়ে

এখনও সিদ্ধান্ত হয়নি এইচএসসির ফল প্রকাশ  ও মূল্যায়ন নিয়ে

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিতের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এখন সাবজেক্ট ম্যাপিং বা ভিন্ন কোনও উপায়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে শনিবার এ বিষয়ে বৈঠক করা হবে। বৃহস্পতিবার দুপুরে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। কীভাবে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পর্যালোচনা চলছে, কোনও সিদ্ধান্ত হয়নি। শনিবারের বৈঠকের পর এ বিষয়ে জানা যাবে।

প্রসঙ্গত, গত ৩০ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার সারা দেশে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। এরপর অবশিষ্ট পরীক্ষা না নেওয়ার দাবি করে পরীক্ষার্থীরা। আর অটো পাস ঘোষণা না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণার দাবি জানায় পরীক্ষার্থীরা। এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে মঙ্গলবার বিকালে সচিবালয়ে ঢুকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ে ফলাফল ঘোষণার দাবি করেন শিক্ষার্থী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now