বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার ১৯ জুলাই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান পালন করা হয়। সকাল ৯ টায় দলীয় পতাকা উত্তোলন ১২ টায় সমাবেশ, কেক কর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু হাসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান হেলালুজ্জামান তালুকদার লালু, আলী আজগর তালুকদার হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, মোশারফ হোসেন, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, খায়রুল বাসার, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, সরকার মুকুল সহ বগুড়া জেলা, বগুড়া শহর, বগুড়া সদর এর সকল উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।