নওগাঁ এনটিভি পরিবারের শীতবস্ত্র বিতরণ
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা বাজারে আজ দুপুরে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে এনটিভি পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম রবীন শীষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মাহবুবুর রহমান ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল প্রমুখ।
নওগাঁ এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান জয় জানান মৃদু শৈত প্রবাহের অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে নিদারুণ কষ্টের মধ্যে থাকায় এনটিভি পরিবার ওইসব অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং শীতার্থ পরিবারগুলো
এনটিভির মাননীয় চেয়ারম্যানসহ পুরো এনটিভি পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।