Advertisement

"দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা" বইটি এখন সব পাঠকের হাতে

 

"দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা" বইটি এখন সব পাঠকের হাতে

বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক,কবি,লেখক,নাট্যকার ও গবেষক মোহাম্মদ আককাস আলীর ৮ম আবিষ্কার "দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা" বইটি এখন সব পাঠকের হাতে। বইটি হাতে পেয়ে পাঠকেরা বেশ খুশি।


মঙ্গলবার (১৭ডিসেম্বর) কবি মোহাম্মদ আককাস আলী তাঁর বইটি পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর হাতে তুলে দেন।
 কবির হাতে বইটি পেয়ে পুলিশ সুপার খুব খুশি হন। এছাড়া কবি ডিবির ওসি আব্দুল মান্নান, পুলিশ সুপারের ট্রেনো রুহুল আমিন,নওগাঁর বিশিষ্ট ব্যবসায়ী মতির হাতে বইটি তুলে দেন।

উভয়েই বইটির প্রশংসায় পঞ্চমুখ। কবির এই লেখা বইটি বর্তমান সমাজ সংস্কারের জন্য বেশ আলোড়ন সৃষ্টি করবে এমনই অভিমত পাঠকদের। 



প্রতিবছর এই সাহিত্যিক একটি করে বই বের করে থাকেন। যা সমাজ সংস্কারের জন্য বেশ অবদান রাখবে। ইতিমধ্যে তিনি বিভিন্ন দেশ সফরের যোগ্যতা অর্জন করেন এবং দেশ-বিদেশ মিলে প্রায় ৩শর মতসম্মাননা ক্রেস্ট অর্জন করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now