কোমলমতি এতিম শিশুদের উষ্ণতা ছড়াবে সরকারি কম্বল
অগ্রহায়ন মাস থেকেই জেঁকে বসেছে শীত। কনকনে শীত আর ঘন কুয়াশায় অসহায় এতিমখানার বাচ্চাদের কষ্টের যেন সীমা থাকে না। শীতার্ত বাচ্চাদের কষ্ট লাঘবে পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
ধামইরহাট:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুস্থ এতিম ৩০জন শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। গতকাল বিকাল সাড়ে ৪টায় উপজেলা চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। পরে আরো বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরো ৫০জন অসহায় দুস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনছুর আলী, মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর :
বুধবার রাতে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা দারুল কুরআন মাদরাসার কোমলমতি ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করেন ইউএনও মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কার্য-সহকারী মোর্শেদ ইসলামসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী।