Advertisement

তুমি কোথায় গেলে আবেদ চাচা?

 

তুমি কোথায় গেলে আবেগ চাচা?

আজ মহান বিজয় দিবস। বিজয়ের বেশে আমরা উপজেলা প্রেসক্লাব,জাতীয় কবিতা পরিষদ এর সদস্যগণ  ফুলের তাড়া নিয়ে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। তুমি আসবে, তারপর আমরা তোমাকে নিয়ে ফুলের মালা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবো। সবাই ফুল দিচ্ছে। তুমি কেন দেরি করছো। তাড়াতাড়ি চলে এসো আবিদ চাচা। ও! আবারো অভিমান করেছো। আজকের এই দিন অভিমান করতে নেই চাচা। এসো তাড়াতাড়ি চলে এসো। আমাদের আয়নুল পোস্ট অফিসের মোড়ে সুহেলের চায়ের দোকানে তোমার জন্য সন্দেশ আর চা বসে রয়েছে। চা ঠান্ডা হয়ে যাবে চাচা। আর অভিমান করোনা। দ্রুত চলে এসো। প্রিয় পাঠক! প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডল আর নেই। চলে গেছে আল্লাহর দরবারে। আর কখনো বলবে না,চলো ভাতিজা শহীদদের ফুল দিয়ে আসি। প্রতিবছর বিজয় দিবস, ২৬শে মার্চ, একুশে ফেব্রুয়ারিতে আবিদ চাচাকে নিয়ে ফুল দেওয়া হতো শহীদ মিনারে। চাচা তুমি ভালো থেকো আল্লাহর দরবারে। তোমার ভাতিজা মোহাম্মদ আককাস আলী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now