Advertisement

পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) সাহিত্য পুরস্কার পেলেন যারা

 

পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) সাহিত্য পুরস্কার পেলেন যারা

সমাজে বিশেষ অবদান রাখায় পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) সাহিত্য পুরস্কার ২০২৪ পেলেন যারা তাঁরা হলেন, খুলনার কবি ও সাহিত্যিক কবি সাদিয়া চৌধুরী, বগুড়ার কবি আজিজার রহমান তাজ, দৈনিক মহাদেবপুরের খবর এর প্রকাশক ও সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলী, কবি ও সংগঠক কবি অধ্যক্ষ আরিফুর রহমান, রাজশাহীর কবি, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ মো.আফজাল হোসেন, বগুড়ার পুন্ড্র সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি আরিফুল ইসলাম, রাজশাহীর কবি ও গবেষক ড.কবি মতিউর রহমান, সময় টিভির সাংবাদিক এম আর রকি, যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী সুমন, সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, গণমানুষের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ রানা,কবি আব্দুল্লাহ আল ওয়াদুদ,কবি ও গীতিকার গুলজার রহমান।
শনিবার (২১ ডিসেম্বর) বরেন্দ্র সাহিত্য- সাংস্কৃতি পরিষদের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে "পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) সাহিত্য পুরস্কার ২০২৪ এর আয়োজন করেন। 





বরেন্দ্র সাহিত্য- সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আককাস আলী সভাপতিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী,প্রধান মেহমান
 উপস্থিত ছিলেন ওই সংগঠনের উপদেষ্টা সাহিত্যিক, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ মো.আফজাল হোসেন,অধ্যক্ষ কবি আরিফুর রহমান, কবি,সাহিত্যেক ও কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী,রাজশাহী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক কবি ড.আমিনুল ইসলাম কনক,মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক,পুন্ডু সাহিত্য সংসদের সভাপতি কবি আব্দুর রাজ্জাক রঞ্জু, বগুড়া জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি আজিজার রহমান তাজ, কবি আমিনুল ইসলাম, সম্পাদক ও কলামিস্ট কবি মাহফুল আখতার,নেত্রকোনার কবি মো.জাকির হোসেন,কবি আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কবি নুর ইসলাম চৌধুরী, কবি তোফাজ্জল হোসেন, ড.কবি মতিউর রহমান, মেহেরপুরের ড.কবি দিলারা পারভীন,খুলনার কবি সাদিয়া চৌধুরী, কবি সিরাজুল ইসলাম, গণমানুষের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক কবি মাসুদ রানা,নাটোরের কবি এম এ মান্নান শেখ,কবি ও গীতিকার গুলজার রহমান, কবি আব্দুল হান্নান, কবি আব্দুল্লাহ আল ওয়াদুদ, কবি সাদিয়া প্রমুখ। কেক কাটা শেষে একে একে কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে
কবি সাহিত্যেকদের মিলনমেলায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now