Advertisement

সাংবাদিক আবেদ চাচা --মোহাম্মদ আককাস আলী.

 




সহজে যায় না ভোলা
নড়ে ওঠে ইতিহাসের পাতা।
কেউ কেউ যায় ভুলে
স্বার্থ হাসিল করে;
সবাই ডাকতো আবিদ চাচা বলে
কত মান অভিমান আছে হৃদয় জুড়ে।

সংবাদপত্রের জন্য দিয়েছে অনেক শ্রম
সকল সাংবাদিক তাঁর নিকট করতো আলিঙ্গন।
সকাল হলেই পত্রিকা বিক্রেতা সোহেলের কাছে
পেপার হাতে আছে দাঁড়িয়ে
কখন সহকর্মীরা আসবে
চায়ের দোকানে আড্ডা জমে উঠবে।

সেই দিন কোথায় গেল হারিয়ে
আবিদ চাচার মত এত শ্রম কে আর দিবে।
অল্পতেই খুশি
মান অভিমান সব সময়ই তার সাথী।
মান যখন ভাঙতো
পান খেয়ে তখনই হাসতো।

সবার সাথে হাসিমুখে কথা বলতো
অফিস আদালতের কর্তা,আমজনতা
তাঁরে বেশ ভালোবাসতো।
অল্পতেই রেগে যেত
চাচির ভালোবাসায় অন্ধ ছিলো
সহপাঠীরা এ'নিয়ে মশকরা করতো।

না বলে কেন চলে গেলে না ফিরার দেশে
আগে জানলে দিতাম না তোমাকে ছেড়ে।
কে করবে শাসন কার কাছে করবো মান অভিমান,
চারিদিকে শোষকদের তাণ্ডব লীলা,
গীবতকারিদের ভুয়া খেলা,অন্ধকারে ভরা
এ জীবন কেমনে গড়াবো বলি দাও খোদা।

১১.১২.২০২৪.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now