মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে পুলিশ সুপার মো. কুতুব উদ্দিনের কুচকাওয়াজে অংশগ্রহণ
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। সকাল ৯ টায় জেলা প্রশাসন নওগাঁর আয়োজনে এটিম মাঠে বিজয় দিবসের ‘কুচকাওয়াজ অনুষ্ঠান’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সাথে ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। কুচকাওয়াজ শেষে বিজয় মেলার স্টল পরিদর্শন করেন। তিনি উপস্থিত সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় সম্মানিত জেলা প্রশাসক নওগাঁ সহ জেলার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।