Advertisement

নওগাঁয় বাইপাস সড়কের পাশ থেকে যুবকের মরহেদ উদ্ধার

 

নওগাঁয় বাইপাস সড়কের পাশ থেকে যুবকের মরহেদ উদ্ধার

শুক্রবার সকালের দিকে (২০ডিসেম্বর) নওগাঁয় বাইপাস সড়কের ২শ গজ উত্তরে ফতেপুর তিলকপুর সড়কের পশ্চিম পাশের ধান চাষের জমি থেকে মামুনুর রশীদ (৪৫) নামের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

নিহত মামুনুর রশীদ নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকপ্রশাদ গ্রামের মৃত আফছার হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিহত মামুনুর রশীদ তার স্ত্রী-সন্তান নিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর শ্বশুর বাড়িতে থাকতো।

 গতকাল তার শশুর বাড়ি নজিপুর আলহেরা পাড়া থেকে বিকাল ৫ টারদিকে রওনা হয়ে নওগাঁ শহরে আসেন ট্রাক এর হেলপারী করার উদ্দেশ্যে। এর আগে তিনি ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। আগে থেকেই বিভিন্ন সময় তিনি মাথা ঘুরে পড়ে যেতো। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ওসি  জাহিদুল হক জানান, সকাল ৯ টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিদেন তৈরির সময় তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি তবে নিহতের নাকে হালকা একটু রক্ত পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now