মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে নওগাঁ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন
"মহান বিজয় দিবস-২০২৪" উপলক্ষে পুলিশ লাইন্সে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠেনের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মো.কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় প্রধান অতিথি পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান। সংবর্ধনা শেষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন এবং সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. গাজিউর রহমান, পিপিএম(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।