চলো ঘুরে আসি স্বপ্নের জগৎ থেকে
চলো ঘুরে আসি,দেহ মন সতেজ করি। নতুন নতুন জ্ঞান অর্জন করি। মনে রাখবেন বন্ধুরা জ্ঞান অর্জনের বড় মাধ্যম পুস্তক পাঠ ও ভ্রমণ করা। যদি জ্ঞানী হতে চাও বড় বড় মনীষীদের বই পড়ে যাও অথবা ভ্রমণের জন্য বের হয়ে যাও। তুমি যত বড়ই পন্ডিত হও না কেন বই তোমাকে পড়তেই হবে।ভ্রমণ তোমাকে করতেই হবে। এই সূত্র যদি তুমি অবমাননা করো তাহলে তুমি সর্ব জ্ঞানের অধিকারী হতে পারবেনা। হে যুবক! তুমি যদি বই পড়ো তুমি যদি ভ্রমণ করো তোমার মনের মধ্যে থাকবে না হিংসা-বিদ্বেষ লোভ লালোসা। কি?আমার কথা বিশ্বাস হচ্ছে না,আমার ফর্মুলা পালন করে দেখো।
তুমি দেখতে পাবে স্বপ্নের জগতে ভাষছো। দুনিয়াদারীর মোহ তোমাকে বশ করতে পারবেনা। অতএব আসন আমরা সততার ফেরিওয়ালা হয়ে অন্ধকারে আলো ফোটায়।