র‍্যাংক ব্যাজ পরিধান করে দিচ্ছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার




রোববার ( ৬ এপ্রিল) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম তাঁর কার্যালয়ে এএসআই(নিরস্ত্র) হতে এসআই(নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্তি উপলক্ষে মোছা.মৌসুমী আরা এবং কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্তি উপলক্ষে  মো. সোহেল রানাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. গাজিউর রহমান পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন এবং সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন